
আমি নিজেকে ভেঙে গড়তে গিয়ে মিশে গিয়েছি মাটির সাথে
তা কোনো দুর্বলতা নয়, এক ধরনের আত্মবোধ।
ভাঙা মানে শুধু ক্ষয় নয়-ভাঙা মানেই প্রস্তুতি।
আমি যখন নিজেকে গড়তে চেয়েছি, তখন বুঝেছি, আগে যা ছিলাম, তা যথেষ্ট ছিল না।
তাই এক এক করে খুলে ফেলেছি নিজের ভেতরের দেয়াল, ভেঙেছি বিশ্বাস, সন্দেহ, অহংকার-
সব কিছু।
ভেবেছিলাম গড়বো এক নতুন আমি।
কিন্তু গড়তে গড়তে বুঝলাম, আমাকে গড়ার আগেই আমাকে মাটির মতো হতে হবে-
নির্লিপ্ত, স্থিত, সবকিছু গ্রহণে প্রস্তুত।
আমি আজ মাটির মতো নত, কিন্তু ভেতরে এক মহাজাগরণ-
শিকড় গজাচ্ছে, বীজ ভাঙছে।
আমি হারাইনি, আমি মিশেছি-নতুন কিছু জন্ম দেওয়ার জন্য।