প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

আমিরের ছেলেকে সালমানের বডিগার্ডের ধাক্কা

ইউ বি টিভি ডেস্ক

একদিকে বলিউডের সালমান খানের ওপর একের পর এক মৃত্যুর হুমকি, অন্যদিকে মুম্বাইয়ে আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’-এর প্রিমিয়ার। এই দুই ঘটনার মাঝে ঘটল এক অভাবনীয় কাণ্ড—যার কেন্দ্রে আমির-পুত্র জুনায়েদ খান!
সালমান খানের নিরাপত্তা এই মুহূর্তে যে স্তরে রয়েছে, তা বলিউডের আর কোনো তারকার নেই। সম্প্রতি পাওয়া একাধিক হুমকির কারণে তার চারপাশে প্রহরীদের কর্মযজ্ঞ। তেমনই সুরক্ষাবলয়ের মধ্যে গত বৃহস্পতিবার পৌঁছেছিলেন বন্ধু আমিরের সিনেমার স্ক্রিনিং-এ। সেখানে নানা শোরগোলের মাঝে ঘটে যায় এক বিতর্কিত কাণ্ড!
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, সালমান ভিড়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। তাকে ঘিরে রয়েছেন একাধিক বডিগার্ড। সেই সময়েই আমির খানের বড় ছেলে তথা অভিনেতা জুনায়েদ সালমানের দিকে এগোতে চান। সালমানের সঙ্গে একটু দেখা করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তার সেই চেষ্টায় একেবারে জল ঢেলে দেয় সালমানের এর নিরাপত্তা বাহিনী।
ভিডিওতে দেখা যায়, জুনায়েদ সামনে আসতেই এক নিরাপত্তাকর্মী তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন। এমনকী, এও দেখা যাচ্ছে জুনায়েদ কিছু বলতে চাইছেন কিন্তু আমির-পুত্রকে কোনোরকম পাত্তা না দিয়ে তাকে ঠেলে দূরে সরিয়ে দেন তারা। পুরো ঘটনাটা ঘটল সালমানের চোখের সামনেই, অথচ ভাইজান পুরোপুরি নির্বিকার! একেবারে ‘স্টার-মোড’ অন রেখে তিনি শুধু নিজের পথে এগিয়ে যেতে থাকেন, যেন কিছুই টের পাননি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন