প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মুগদায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রিয়া চৌধুরী

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে ফয়সাল আরাফাত নূর নবী নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাতে তাকে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে মধ্যরাতে তার মৃত্যু হয়।

পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সে মান্ডা হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) উত্তম কুমার মিত্র জানান, খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি শুক্রবার রাতে ফ্যানের সঙ্গে ফাঁস দেয় এই কিশোর। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। স্বজনদের কাছ থেকে জানা গেছে সে মানসিকভাবে অসুস্থ ছিল। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তার মামা জাহাঙ্গীর জানান, ফয়সাল মানসিকভাবে অসুস্থ ছিল। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায়। সে ওই এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন