প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

তাড়াশে নৃত্য শিল্পীকে গণধর্ষণের অভিযোগ

মোঃ জিপরুল হোসাইন

সিরাজগঞ্জের তাড়াশে সাদারানী সাথি (২০) নামের এক নিত্য শিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন। এ অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ রফিকুল ইসলাম নামক একব্যক্তিকে গ্রেফতার করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তালোম ইউনিয়নের রানীহাট গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপ কর।

মামলা সূত্রে জানা গেছে বগুড়া জেলার শেরপুর এলাকায় বসবাসরত ওই নিত্য শিল্পী উপজেলার রানীহাট এলাকায় এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আসেন।

ঘটনার রাতে রানিহাট গ্রামের কফিল উদ্দিন, দেওড়া গ্রামের রফিকুল ইসলাম ও এনামুল হক এনা সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন ওই নৃত্য শিল্পীকে রানিহাট হাই স্কুল মাঠে গণধর্ষণ করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার ওসি (তদন্ত) রূপ কর জানান, শুক্রবার দিবাগত রাতে মামলা হলে শনিবার ভোরে রফিকুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামীদেরও গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন