প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

অবশেষে স্বপ্ন পূরণ—রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন

ইউ বি টিভি ডেস্ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে নদীর মোহনায়, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস ঘেরা এক জায়গায়। সেই অনুযায়ী আমি নিচে একটি কল্পিত এবং আধুনিক ডিজাইনের বিবরণ দিলাম, যা ৫১৯ কোটি টাকার বাজেটের মধ্যে বাস্তবায়নযোগ্য ও বাংলাদেশি প্রেক্ষাপটে আধুনিক হতে পারে:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কল্পিত স্থায়ী ক্যাম্পাস ডিজাইন (২০২৫–২০২৯)
প্রাকৃতিক ও স্থাপত্যগত পরিকল্পনা:
লোকেশন: যমুনা নদীর মোহনায়—পানি ও সবুজে ঘেরা পরিবেশ।

ডিজাইন থিম: “শান্তিনিকেতনের ছায়ায়, বাংলার আধুনিক বর্ণনায়”

মূল স্থাপনা ও ফিচারসমূহ:
প্রধান ভবন (Administrative & Academic Block):

রবীন্দ্রনাথের লেখা ও কাব্যের অনুপ্রেরণায় বাউন্ডারি ছাড়া খোলা জায়গা।

ছায়াঘেরা লবনদৃশ্যের মতো প্রবেশপথ, পাথর ও কাচের সংমিশ্রণে।

ছাদে সৌরপ্যানেল ও বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা।

উন্মুক্ত অডিটোরিয়াম:

খোলা আকাশের নিচে, নদীর পাড়ে, ৫০০ আসনের একটি আধুনিক মঞ্চ।

রবীন্দ্র সংগীত, নাট্যচর্চা ও সেমিনারের জন্য আদর্শ।

গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র:

ডিজিটাল আর্কাইভ সহ রবীন্দ্রনাথের রচনার ওপর বিশেষ সেকশন।

নদীর দিকে খোলা জানালায় প্রাকৃতিক আলো ও দৃশ্য।

স্টুডেন্ট হল ও আবাসন:

নদীর ধার ঘেঁষে স্থাপিত ৮ তলা দুটি ভবন (নারী ও পুরুষ পৃথক)।

প্রতিটি ফ্লোরে কমনরুম ও পাঠাগার।

সবুজ পরিবেশ ও খোলা প্রাঙ্গণ:

“চতুষ্কোণ বটতলা”—একটি কেন্দ্রীয় ছায়াময় বসার স্থান।

নদীর দিকে ওয়াকওয়ে ও কবিতা-পাথর বসানো—যেখানে রবীন্দ্র কবিতা খোদাই করা।

জলাভূমি সংরক্ষণ ও নৌ-পথ সংযোগ:

নদীপথে যাতায়াতের জন্য ছোট ঘাট ও নৌকা সার্ভিস।

জলজ উদ্ভিদের রিসার্চের জন্য ইকো-জোন।

এই ডিজাইনটির একটি ভিজ্যুয়াল চিত্র ।আশা করছি এমন ডিজাইন ডিজাইনেই তৈরি করা হবে। ইন-শা-আল্লাহ ।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন