প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ২০২৫ সালের মেনা কূটনীতিক নির্বাচিত

জান্নাতুল ফেরদৌস আশাঃ- সৌদি আরব প্রতিনিধি

লন্ডন — ডিপ্লোম্যাট ম্যাগাজিন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য “২০২৫ সালের সেরা কূটনীতিক” পুরস্কার প্রদান করেছে যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রিন্স খালিদ বিন বন্দরকে। লন্ডনের হিলটন পার্ক লেন হোটেলে আয়োজিত এক বার্ষিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়, যেখানে ৯০ টিরও বেশি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা উপস্থিত ছিলেন। ডিপ্লোম্যাট ম্যাগাজিন আয়োজিত বার্ষিক মনোনয়ন এবং ভোটদান প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাজ্যে অবস্থিত ১৮০ টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিত্বকারী কূটনীতিকদের ভোটের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক কাজে অসামান্য অবদান রাখা রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের এই পুরস্কার দেওয়া হয়। ডিপ্লোম্যাট ম্যাগাজিন যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় কূটনৈতিক ম্যাগাজিন, যা কূটনৈতিক মিশনের কার্যক্রম এবং আন্তর্জাতিক বিষয়গুলি তুলে ধরে। এটি কূটনীতিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং এই ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদানের লক্ষ্যে বার্ষিক অনুষ্ঠানও আয়োজন করে। ২০১৯ সালে, প্রিন্স খালিদ বিন বান্দার ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে তার দেশের রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেন, সৌদি আরব এবং ব্রিটেনের মধ্যে ঘনিষ্ঠ ঐতিহাসিক সম্পর্কের প্রতি তার গর্ব প্রকাশ করেন এবং সর্বস্তরে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে এই সম্পর্ক বিকাশ ও জোরদার করার তার আকাঙ্ক্ষার উপর জোর দেন। এর আগে, প্রিন্স খালিদ ২০১৭ সালে বার্লিনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন