প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

লিবিয়ার অব্যাহত প্রচেষ্টা এবং আইওএম এর সহায়তায় ১৬৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রেরণ

মোঃ নাসির আলী (ষ্টাফ রিপোর্টার): লিবিয়া (আরব কান্ট্রি)

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অব্যাহত প্রচেষ্টা এবং আইওএম এর সহায়তায় বেনগাজী হতে ১৬৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রেরণ করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (UZ222) মাধ্যমে ১০ এপ্রিল ২০২৫ তারিখে, বৃহস্পতিবার আনুমানিক সকাল ০৭:০০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১৫৮ জন বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। দূতাবাস হতে ইতোপূর্বে এসকল অভিবাসীদের তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই পূর্বক তাদের অনুকূলে ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করা হয় এবং স্থানীয় কর্তৃপক্ষের বহির্গমন অনুমতি সাপেক্ষে তাদেরকে দেশে প্রেরণ করা সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন