প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

গা’জা এই পৃথিবী থেকে মুছে যাওয়ার পথে

ইউ বি টিভি ডেস্ক

“মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা’জা এই পৃথিবী থেকে মুছে যাওয়ার পথে।”
কেউ আর রইলো না!

১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবে না, আর কেউ সাহায্য চাইবে না।

মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে তারা জানেনা প্রতিশোধের বদলা শুধু মানুষই নেয়না প্রকৃতিও নেয়। রাফার মাটির সাথে যে রক্ত মিশে আছে সেই রক্তমাখা মাটিই একদিন হিংস্র হয়ে গ্রাস করবে।

আজকে রাফা’হ মানবশূন্য

গা’জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৪ ঘণ্টায় ই/সরা/য়েল গা’জা উপত্যকায় সবচেয়ে ভয়/ঙ্কর ও টানা বো’মাবর্ষণ চালিয়েছে, যার ফলে ৮৬ জনের বেশি ফি’লি’স্তি’নি শ’হীদ হয়েছেন এবং ২৮০ জনেরও বেশি আহত হয়েছেন। এটি ছিল যু’দ্ধের সবচেয়ে বিভীষিকাময় রাতগুলোর একটি।

ফি’লি’স্তি’নি সাংবাদিক খালিল আবু ইলি/য়াস ফেস/বুকে লিখেছেন:
“মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা’জা এই পৃথিবী থেকে মুছে যাবে। তখন আমাদের শুধু বেহেশতেই খুঁজে পাবে। বিদায়, তোমাদের যারা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ‘আরব’ হিসেবে পরিচিত হবে।”

একজন ফি’লি’স্তি’নি মেয়ে গা’জা থেকে লিখেছে:
“আমাদের খবর আর তোমাদের বিরক্ত করবে না। আর মাত্র কয়েক দিন, সব শেষ হয়ে যাবে।”
আল্লাহ যেন তাকে কখনো ক্ষমা না করেন, যে আমাদের নিপীড়নের সময় নীরব থেকেছে।

একজন ফি’লি’স্তি’নি শাইখ বলেন:
“আমি ঠিক এখনই আমার মেয়েকে দা’ফন করলাম—শরীর ছিল, কিন্তু মাথা ছিল না ,

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন