প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার পেল ৫’শ দরিদ্র পরিবার

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে দরিদ্র পরিবারের মাঝে ৫ টাকায় ঈদ বাজার দিয়েছে সহায় জুলুম বস্তি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (২৯ মার্চ) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫’শ জন দরিদ্র পরিবারের মাঝে তুলে দেওয়া হয় এই ঈদ বাজার।

এ ঈদ বাজারে ছিলো সেমাই, চিনি, তেল, চাল, আলু পেয়াজ, গুঁড়া দুধ, বিস্কুটসহ একটি করে মুরগী।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠনটি। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী। অসহায় মানুষেরা ঈদের দিনটি যেনো পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারে সে লক্ষ্যেই এ বাজার প্রদান করেছেন। তাদের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহায় (জুলুম বস্তির) উপদেষ্টা ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে।

২০১৮ সাল থেকে এ পর্যন্ত সফল ভাবে কাজ করে যাচ্ছে সহায় নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন