প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস

সম্পাদকীয়

স্বাধীনতা তুমি লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া
স্বাধীনতা তুমি প্রিয়জন হারা অশ্রু দিয়ে নাওয়া।
স্বাধীনতা তুমি মায়ের ভালোবাসা ভাইয়ের অহংকার
স্বাধীনতা তুমি বীরাঙ্গনা বোনের প্রেমের অলংকার।
স্বাধীনতা তুমি ভোরের আকাশে রঙিন সোনালী রবি,
স্বাধীনতা তুমি সবুজ ভূমির হৃদয়কাড়া ছবি।
স্বাধীনতা তুমি বাসন্তী কোকিলের স্বকরুণ মায়াবী সুর
স্বাধীনতা তুমি সবুজ মাঠের রাখালী বাঁশির সুর।
স্বাধীনতা তুমি মুক্ত আকাশে শূন্যে মেলা ডানা,
স্বাধীনতা তুমি অসীম সাহস করতে নেই মানা।
স্বাধীনতা তুমি তপ্ত দুপুরে কান্ত পথিকের স্বাদ,
স্বাধীনতা তুমি স্বচ্ছ আকাশে উদিত হওয়া চাঁদ।
স্বাধীনতা তুমি স্বপ্নের ভূবন শ্যামল পরিবেশ,
স্বাধীনতা তুমি সকলে মিলে সাজাই এই দেশ॥

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন