প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

কুলিয়ায় জমি দখলের অভিযোগ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামে আব্দুস সাত্তার নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিটন ঢালীর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে সাত্তার তার পিতার জমি দখল করে রেখেছিলেন।

লিটন ঢালী জানান, গত ৫ আগস্টের পর তিনি পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আব্দুস সাত্তারের কাছে দাবি জানান। কিন্তু সাত্তার তখন নিজেকে জামায়াতের কর্মী পরিচয় দিয়ে জমি দখলে রাখার পাঁয়তারা শুরু করেন এবং তাকে নানা ধরনের ভয়ভীতি দেখান।

ভুক্তভোগী লিটন ঢালী বলেন, “আওয়ামী লীগ আমলে সাত্তার আমার পিতার সম্পত্তি দখল করে রেখেছিলো। এখন যখন আমি জমির দাবি জানাচ্ছি, তখন সে নিজেকে জামায়াত কর্মী পরিচয় দিয়ে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন