
ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি আনে,
কারো ঈদ কাটে সুখে
কেউ ভাসে দুখের বানে।
ঈদ মানে উৎসব
ঈদ মানে উল্লাস,
কারো ঈদ কান্নায়
কেউ হাকে নিঃশ্বাস।
ঈদ মানে নতুন জামা
নতুন সুরের মোহনায়,
কারো ঈদ ছেঁড়া কাপর
কেউ কাটে জেলখানায়।
ঈদ মানে নতুন চাঁদ
দলবেঁধে বাড়ি যায়,
কারো ঈদ ট্রাফিক কাজে
কেউ কাটে রাস্তায়।