
হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার। ট্যাকেল করা আর পাস দেয়াই তাঁর মূল কাজ। ডিফেন্সকে সাহায্য করাটাও। গোল করেন না খুব একটা। তাই পরের ম্যাচে গোল না পেলে, অ্যাসিস্ট না পেলে সেটা নিয়ে কষ্ট পাওয়ার দরকার নাই। আগে থেকেই বলে দিলাম। যারা ভাবতেছেন প্লেমেকিং করে ভারতকে উড়িয়ে দিবে এটা ভুল। সময় লাগবে। একটু সময় দেন। ট্রল পরে কইরেন। ভারতের সাথে হারলেও কিছু না।
ফুটবল শেষমেশ গোলেরই খেলা। হামজার সাথে যারা খেলবেন, কেউই গোলের সামনে তেমন কার্যকর নন। সুযোগ তৈরি করে দিলেও হয়তো সমানে নষ্ট করবেন স্ট্রাইকারেরা। তাই হামজা একা হয়তো খুব বেশি বদলাতে পারবেন না স্কোরলাইন। আশা করা, স্বপ্ন দেখাটা ভালো। তবে অনর্থক স্বপ্নের বোঝাটা হামজার কাঁধে চাপিয়ে দিয়ে পরে আফসোস করাটা বোকামিই হবে।