প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

তাড়াশে শস্য ভান্ডার খ্যাত চলনবিলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার

শস্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকেরা এবার ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন। গত বছর যেসব জমিতে ধানের আবাদ হতো, সেসব জমিতে এখন দেখা যাচ্ছে ভুট্টার চাষাবাদ। তবে ভুট্টার পাশাপাশি গোমের চষাবাদ করাও দরকার বলে মনে করেন একাধিক ব্যাক্তি।

উতপাদন খরচ কম, দাম ভালো ও চাহিদা বেশি থাকায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে এলাকার কৃষকদের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানিয়েছে, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ফসলী মাঠে চলতি মৌসুমে চাষকৃত পদ্ধতিতে ১৪শ ৯০ হেক্টর জমিতে বিনা চাষে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ অঞ্চলে সাধারণত বারি–৫,বারি-৬,বারি-৭,বারি মিষ্টি ভুট্টা -১,বারি বেবি কর্ণ ১জাতের ভুট্টা বেশি চাষ হয়ে থাকে। ভুট্টা আবাদে তুলনামূলক খরচ অনেক কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকদের ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আশা করছেন কৃষকেরা।

উপজেলার কৃষকেরা এখন ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন। উপজেলার মাগুরা, চরহামকুড়িয়া, দিঘী সগুনা, নদোসৈয়দপুর, কুশাবাড়ি, ধাপতেতুলিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মাঠকে মাঠ ভুট্টার আবাদ।

এদিকে উপজেলার দিঘী সগুনা গ্রামের মোঃ পিন্টু মিয়া, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আতাউর রহমানসহ জানান, এবার তারা কয়েক বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভুট্টার বাম্পার ফলন হবে বলে জানান। উপজেলার মাগুরা গ্রামের কৃষক মোঃ নাজমুল হোসেন জানান,উপজেলার হামকুড়িয়া, দিঘী সগুনা, নাদোসৈয়দপুর, কুশাবাড়ি, ধপতেতুলিয়াসহ বিভিন্ন এলাকায় এখন আগের চেয়ে ভুট্টার আবাদ বেশি হচ্ছে। মাগুরা নিচু এলাকা হওয়া সত্তেও এবার ভুট্টার চাষাবাদ করা হয়েছে আগের চেয়ে অনেক বেশি বলে জানান উপজেলার মাগুরা গ্রামের আরেক কৃষক মোঃ হামেদ আলী।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর তাড়াশ এলাকায় ভুট্টার চাষ অনেকটাই বেশি হয়েছে। রোগ- বালাই দমনে কৃষি বিভাগের লোকজন সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছেন। আবহাওয়া ভাল থাকলে ভুট্টার ফলন ভাল হবে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন