প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

আওয়ামীলীগ অনুতপ্ত হবেনা : সামান্তা শারমিন

মশি উদ দৌলা রুবেল ফেনী

আওয়ামীলীগ অনুতপ্ত হবে না কোনদিন,ছাত্র-জনতা আওয়ামীলীগ ফেরানোর বিরুদ্ধে আছে,থাকবে।জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার পক্রিয়ার চেষ্টার বিরুদ্ধে ছাত্র জনতা দাঁড়িয়েছে ভবিষ্যতেও দাঁড়াবে।তিনি আরো বলেন,আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেনা।তাদের মধ্যে ক্ষমা চাওয়ার মনোবৃত্তি সম্ভব নয়।তাই তাদেরকে পিরানোর বিপক্ষে ছাএ জনতা আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে।ছাএদের কঠোর আন্দোলনে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে তাদের কে পুনরায় পুর্নবাসন করতে দিবে না এদেশের ছাএ জনতা।ফেনীতে ২৪ এর গণ অভ্যুত্থানে নিহতদের স্বজন,আহতসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল উত্তর আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,ছাত্ররা নির্বাচন যাবে তবে এখনই নয়।ছাত্ররা নির্বাচনে যাবে গণ পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে।ফেনী শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই ইফতার মাহফিলে দলের ফেনী জেলা সংগঠক শাহ ওয়ালী উল্ল্যাহ মানিকের সভাপতিতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক মাহবুব আলম সহ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও স্থানীয় সংগঠকরা।

 

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন