প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সোনাপুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের ঈদ উপহার প্রদান

মশি উদ দৌলা রুবেল ফেনী

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর ক্রীড়া ও সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।সংগঠনের সভাপতি নাজমুল হাসান দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ জাহেদের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন,সোনাপুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি আশ্রাফুল হক,ইত্তেহাদুল হক জিশান কোষাধ্যক্ষ আশ্রাফ উদ্দিন রাহাদ,সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুল ইসলাম রাকিব,ক্রীড়া সম্পাদক নাইম উদ্দিন শৌভন,দপ্তর সম্পাদক গোলাম মাওলা মহিন প্রচার সম্পাদক জিয়াউর রহমান রবিন,সহ সাংগঠনিক শামিমুর রেজা বিজয় সহ সদস্যরা।সংগঠনের সভাপতি নাজমুল হাসান দিপু বলেন,২০১৮ সালে আমাদের সংগঠনের পথচলা শুরু হয়।তখন থেকেই আমাদের সামর্থনুযায়ী বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছি।এতে আমাদের এলাকার বিত্তশালী ও প্রবাসীরা সহযোগীতা করে আসছে।তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার প্রদান করি।

 

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন