প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিপদে আছে পাঁচ অসহয় পরিবার

মো:লিমন হোসেন

ঢাকা জেলা আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাল মৌজায় আকরাম মার্কেট এলাকায়। জমি কুড়াই করে বিপদে রয়েছেন পাঁচ জন্য অসহয়্ পরিবার। ভুক্তভোগী পরিবার দাবি করেন আমরা টিপু সুলতানের নিকট হতে সাপ কাপলা দলিলন ১৮৫২/২৪ ইংরেজি তারিখে ।জমি কুড়াই করি যার খতিয়ান নংসিএস ২/৩এস এ৭/৮, ও৯আর এস2/16বি এসদাগ 158 যাহা ভুক্তভোগীদের আতোয়ার রেহেনা আছমাওছাবিনা নামে খাজনা খারিজ করা রয়েছে কিন্তু টিপু সুলতানের ওয়ারিশগণ বিবাদীম মোঃ সুলতান ২ মোঃ আব্দুল মমিন তাহারা সাইনবোর্ড লাগিয়ে অসহায় পরিবারের জমি দখলের চেষ্টা করিতেছে। এই ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ করে কোন লাভ হয়নি ভুক্তভোগী পরিবারের। আমরা আপনাদের মাধ্যমে ন্যায়বিচার দাবি জানাচ্ছি। এই প্রভাব শালীরা রিয়াল রিয়াজুদ্দিনের আহাম্মেদের। ক্ষমতা ব্যবহার করে। আমাদের জমি থেকে বাহির করিয়া দেন রিয়াজউদ্দিন আহমেদের ম্যানেজার জানায় এসপি স্যার আমাকে থাকতে দিয়েছেন এই জমির মালিক উনি নিজে। এই জমি নিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ইনামুল মুন্সি ও ধামসোনা ইউনিয়ন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার বিচার করে দিয়েছিলেন। রিয়াজ উদ্দিন আহমেদ এর ব্যাপারে জিজ্ঞাসা করিলে তাহার ম্যানেজার উত্তেজিত হইয়া সংবাদকর্মীর সাথে খারাপ আচরণ করে। এদিকে ভুক্তভোগির পরিবার সাংবাদিকদের আরও বলেন। আমরা বাড়িতে ছিলাম। কিন্তু রিয়াজ উদ্দিন আহমেদ ওআওয়ালীগ নেতারা আমাদের বাড়ি থেকে জোরপূর্বক মারধর করে বাহির করে দেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন