প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ইলেকট্রিক বাইকের কার্যক্রম সম্প্রসারণ

ইউ বি টিভি ডেস্ক

রাজধানী ঢাকায় নিজেদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করল বৈশ্বিক ইলেকট্রিক বাইক প্রতিষ্ঠান রিভো। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড রিভো বাংলাদেশ নতুন ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার্স) শোরুম চালু করেছে।

বুধবার মিরপুর ৬০ ফিট এলাকায় এ শোরুম উদ্ধোধন করা হয়। ঢাকায় রিভোর দ্বিতীয় শোরুম। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি রাজধানীতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর, মি. ভেন।

নতুন এই শোরুমের ফলে নগরবাসীর জন্য আরও সহজ ও সুবিধাজনক বৈদ্যুতিক যানবাহন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে রিভো দিচ্ছে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, যা রমজানের শেষ পর্যন্ত প্রযোজ্য থাকবে। নতুন এই শাখার মাধ্যমে রিভো বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল।

দেশের ইভি (ইলেকট্রিক ভেহিকেল) মার্কেটকে শক্তিশালী করতে এবং গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উন্নত যাতায়াত নিশ্চিত করতে এটি সহায়তা করবে বলে মনে করে রিভো বাংলাদেশ।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন