
“আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় তিলে তিলে ম’রে গেল! আল্লাহর শপথ, আমার ছোট্ট মেয়েটা সেহরির জন্য এক টুকরো রুটিও পায়নি… না খেয়েই রোজা রেখেছিল! সারাদিন বোবা চোখে তাকিয়ে ছিল আমার দিকে, যেন বলতে চায়—‘আম্মু, একটু খাবার দাও…’ কিন্তু আমি পারিনি! আমি কিছুই পারিনি!
সন্ধ্যার আগে নিস্তব্ধ হয়ে গেল আমার ফুলের মতো মেয়েটা… শ*হীদ হয়ে গেল! আমার বুকের মানিকগুলো কষ্টে কুঁকড়ে গেল, ধুকপুক করে উঠে বসলো একবার… তারপর চিরতরে নিথর হয়ে গেল!
আল্লাহ! আমি কীভাবে সহ্য করবো? আমার কোল খালি হয়ে গেল! আমার বাচ্চাগুলো…”🥺