প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

টেকনাফ হ্নীলা একাডেমীর ইফতার মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামাল উদ্দীন

টেকনাফ হ্নীলা একাডেমীর ইফতার মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯মার্চ (বুধবার) বাদে আছর হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার মাঠে হ্নীলা একাডেমীর ইফতার ও ‘নির্যাতিত মুসলিম উম্মাহ’র জন্য দোয়া ও রমযানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হ্নীলা একাডেমীর প্রধান উপদেষ্টা মোক্তার আহমদ দল্লা।

প্রধান আলোচক ছিলেন চকরিয়া বদরখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছৈয়দ আহমদ তারেক। বিশেষ আলোচনা পেশ করেন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সোবহান।

বক্তব্য রাখেন হ্নীলা একাডেমী বৃত্তি পরীক্ষা বিভাগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান কানন। এছাড়া বক্তব্য রাখেন হ্নীলা একাডেমী বৃত্তি পরীক্ষা বিভাগের সভাপতি শফিউল আলম, শিক্ষক ফরিদুল আলম বিএসসি, জামাল সরওয়ার ও হ্নীলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুরাদ হোসেন চৌধুরী ।

এছাড়া উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ, টেকনাফ উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং এলাকার রোজাদারগণ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ,জাতি ও ফিলিস্থিনের নিপীড়িত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পেশ করেন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন