প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে নুরিমা সূবাহ্ লেমশি শ্রেষ্ঠ শিক্ষার্থী ২০২৪ হিসেবে ভূষিত হলো

কামরুন তানিয়া (কক্সবাজার থেকে)

নুরিমা সূবাহ্ লেমশি উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। পিতা:আব্দুল গফুর একজন এনজিও সেক্টরের কর্মরত ব্যক্তি,মাতাঃ শায়লা শারমিন রনি, একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। উনাদের প্রথম কন্যা সন্তান লেমশি।

সে ছোট কাল থেকে সাংস্কৃতিকমনা। তাঁর বেড়ে উঠাও একটা সনামধন্য সাংস্কৃতিক পরিবারে। লেমশির নানু শ্রদ্ধা ভাজন মাস্টার শাহআলম একজন দক্ষিণ চট্টলার লোক সাহিত্যিক গুণী মানুষ।

আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। আলহামদুলিল্লাহ আমার সেই শ্রেষ্ঠ নিয়ামত বলে শুকরিয়া আদায় করে মা শায়লা শারমিন রনি বলেন, লেমশি আজ শ্রেষ্ঠ শিক্ষার্থী ২০২৪ খেতাবে ভূষিত হলো। তার এই অর্জনে তারই নিরলস কঠোর পরিশ্রম রয়েছে। পাশাপাশি তার শ্রেণি শিক্ষক ও প্রধান শিক্ষক মহোদয় জনাব Fatema Jahan Chowdhury এর নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং Dilip Bhattacharjee স্যারকে অসংখ্য ধন্যবাদ লেমশিকে পজিটিভলি সবসময় সাপোর্ট করার জন্য।

১/শ্রেষ্ঠ শিক্ষার্থী ২০২৪।
২/কবিতা আবৃত্তি ১ম।
৩/বির্তকে ৩য়।

এই বলে তিনি সবার কাছে তাঁর মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।

কামরুন তানিয়া (কক্সবাজার থেকে)

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন