
তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের এই চলমান লড়াইকে সফল করতে অভিভাবক হিসেবে অবশ্যই আমাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। আওয়ামী হানাদার বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে তাদের সহযোগিতা করুন। স্লোগান তুলুন-ফয়সালা নয় আদালতে; ফয়সালা হবে রাজপথে।
– তারেক রহমান।