প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মহাস্থানে এবিপিএল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধি

খেলা ধুলার চর্চা করি মাদক মুক্ত সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে মহাস্থানে এবিপিএল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় মিনি ক্রিকেট গ্রাউন্ড মাঠে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এবিপিএল শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। তিনি বলেন সুস্থ শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক ভাবে বিকাশ ঘটায়।

উক্ত খেলায় চ্যাম্পিয়ন দল মহাস্থান নবীন যুব সংঘের হাতে ৩২” স্মার্ট এলইডি টিভি পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম। রানার্সআপ দল মহাস্থান কে আর রাইডার্সের হাতেও ডিজিটাল সাউন্ড বক্স পুরষ্কার হিসেবে তুলে দেন।

ফাইনাল খেলায় প্রথমে মহাস্থান কে আর রাইডার্স ১২ ওভারে ৫৯ রান নিয়ে মহাস্থান নবীন যুব সংঘকে ৬০ রানের টার্গেট দেয়। জবাবে মহাস্থান নবীন যুব সংঘ ব্যাটে নেমে ১২ ওভারে ৬০ রান করে ৩উইকেট হাতে রেখে জয় লাভ করেন। ম্যাচ সেরা মহাস্থান নবীন যুব সংঘের মিথুন ইসলাম।

উক্ত খেলায় আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়নগর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বাদশা সাখিদার, মহাস্থান শাহ সুলতান বলখী (রহ:) ফাজিল মাদ্রাসার প্রভাষক আজাদ হোসেন।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন মিন্টু মিয়া রাসেল,কামরুল হাসান মিথন,আকিব হাসান,আসিফ সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ। মিডিয়া পাটর্নার হিসাবে সহযোগিতা করছেন আলোকিত পুণ্ড্রনগর ও মহাস্থান গ্যাজেট।

সংগঠনের সভাপতি বলেন,খেলায় জয়পরাজয় থাকবেই দুই দলের জন্যই শুভ কামনা রইলো। খেলায় যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানাই। আগামিতে আরো ভালো কিছু আয়োজন করতে পারে সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

খেলা পরিচালনা করেন আল-আমীন ও জাকারিয়া ইসলাম। ধারাবিবরণীতে ছিলেন বগুড়ার জন প্রিয় ধারাভাষ্যকার ইমরান নাজির।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন