প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

পলাশবাড়ীতে এতিম অসহায় প্রতিবন্ধী রিয়াদের পাশে দাড়ালো প্রজন্ম তরুণ সংঘ

মোঃ উজ্জল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে এতিম,অসহায় ও প্রতিবন্ধী রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেছেন পলাশবাড়ী প্রজন্ম তরুন সংঘ।

“আয়োজনে না, প্রয়োজনে আমাদের পাশে ডাকুন” এই স্লোগানকে সামনে রেখে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের পথচলা। সংগঠনটি ইতিমধ্যেই মানুষের মনে জায়গায় করে নিয়েছে। তাদের বিভিন্ন রকম সেবামূলক কাজের মাধ্যমে। যেমন অসহায় মেয়ের বিবাহের বন্দোবস্ত করা,প্রতিবন্ধীদের পাশে দাড়ানো,বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা, শীতার্তদের মধ্যে গরম কাপড় বিতরন করা,ঈদে অসহায় মানুষের মাঝে সেমাই চিনি,কাপড় বিতরন করা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তারা প্রশংসিত হয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়,পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের খামার পাড়ার সাফিরুল ইসলামের ছেলে রিয়াদ বাবু (১১) জন্মের পর থেকেই শারিরীক প্রতিবন্ধী। সে একা একা চলাফেরা করতে পারে না। ভাগ্যের নির্মম পরিহাস গত কয়েক বছর আগে প্রতিবন্ধী রিয়াদের বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। বাবা মারা যাওযার কিছু দিন পরে মা আমেনা বেগমও প্রতিবন্ধী ছেলে ও ছোট্ট একটি মেয়েকে রেখে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের জীবনে নেমে আসে বিভীসিকাময় কালো অধ্যায়।

গত ১২ ফেব্রুয়ারী ২৫ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মতিন ও সাংবাদিক ওমর ফারুক আইডিতে অসহায় প্রতিবন্ধী রিয়াদের খবর প্রকাশিত হলে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের নজরে বিষয়টি আসে। পরে প্রজন্ম তরুণ সংঘের সর্বসম্মতিক্রমে রিয়াদকে একটি হুইল চেয়ার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

১৫ ফেব্রুয়ারী শনিবার বিকালে প্রজন্ম তরুণ সংঘের একটি টীম রিয়াদের বাড়ীতে এসে বিশিষ্ট সমাজসেবক ইউনুস আলীর উপস্থিতে
রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মতিন, সাংবাদিক ওমর ফারুক, পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন মন্ডল আলিফ, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সামি, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস জাহান রিপন, সদস্য রাকিব, হাসান এবং রবিউল ইসলাম।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন