প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

আগের দামে ফিরল গরু-মুরগির মাংস

ইউ বি টিভি ডেস্ক

পবিত্র শবেবরাত উপলক্ষে বাড়তি চাহিদা থাকায় গরু ও মুরগির মাংসের দাম বাড়িয়ে দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে চাহিদা কমায় এর একদিন পরেই দাম কমাতে বাধ্য হয়েছেন তারা। এতে আগের দামেই বাজারে পাওয়া যাচ্ছে গরু, মুরগি ও খাসির মাংস। এছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

যাত্রাবাড়ি, শনির আখড়া, রায়ের বাগ, সারুলিয়া ও মেরাদিয়া বাজারে দেখা গেছে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস কেজি প্রতি ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

যা শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা থাকায় আগের দিন, গরুর মাংস ৭৮০ টাকা থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১১৫০ টাকা, ব্রয়লার মুরগি ২১০ টাকায় বিক্রি হয়েছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পাঙাস ১৭০ টাকা থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৮০ থেকে ৩০০ টাকা, দেশি টেংরা ৪৬০ টাকা, শিং ৩২০ থেকে ৪০০ শত টাকা, চিংড়ি ৮৫০ থেকে ৯০০ টাকা, ছোট চিংড়ি ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা, টাকি ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে গতকাল মাছে দাম ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজি বেশি ছিল বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

এদিকে, শবে বরাত উপলক্ষে মাছ-মাংস বাড়তি দামে বিক্রি হলেও সবজির দামে প্রভাব তার পরেনি। প্রায় নিয়মিত দামেই বিক্রি হয়েছে অধিকাংশ সবজি। এতে প্রতি কেজি টমেটো ২০ টাকা, আলু ২০ টাকা, বেগুন আকার অনুযায়ী ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৩০ টাকা, মূলা ২০ টাকা, হাইব্রিড শসা ৪০ টাকা, দেশি শসা ৫০ টাকা, খিড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুল ও বাঁধাকপি প্রতি পিস ২০ থেকে ২৫, লাউয়ের পিস ৪০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচের কেজি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, দেশি নতুন রসুন ১৫০ থেকে ১৬০ এবং আমদানি করা রসুনের কেজি ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। আদা ১৩০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সোহেল নামের এক ক্রেতা বলেন, শবে বরাত বলে গরুর মাংসের দাম বেশি ছিল। আজকে আগের দামেই বিক্রি হচ্ছে। আজকে মাছ কিনতে এসেছি। মাছ ও সবজি নিয়মিত দামেই বিক্রি হচ্ছে। তবে ২০০ টাকার নিচে কোনো মাছ নেই। গতকাল রুই মাছ ৪০০ টাকা কেজি চেয়েছিল, আজকে ৩৫০ টাকায় নিয়েছি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন