প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় সিগারেটের ফিল্টার জব্দ

মোঃমাসুদ রানা, স্টাফ রিপোর্টার

রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রাম জেলার ফটিকছড়ির বাগানবাজার এলাকা থেকে অবৈধ ভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটের ফিল্টার জব্দ করা হয়েছে।

 

গতকাল শ্রুক্রবার বিকেলে রামগড় ৪৩ বিজিবির আওতায় বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সিগারেটের ফিল্টার জব্দ করতে সক্ষম হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনির কুল এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৫০ হাজার ৪শ ৯পিস সিগারেটের ফিল্টার জব্দ করা হয়। পরবর্তীতে ফিল্টারগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়নসদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্থ এলাকায় যেকোন চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন