প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

নীলফামারীতে থাই ও ভিসা চক্রের সদস্যদের হাতে সাংবাদিক লাঞ্ছিত

তপন দাস

নীলফামারীর সদর উপজেলার চাপড়া ইউনিয়নের যাদুরহাটে থাই গেম ও ভিসা প্রতারণা চক্রের সদস্যদের হাতে জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান লাবু নামে সাংবাদিককে লাঞ্ছিত ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টার ঘটনার অভিযোগ উঠেছে।

গত ৩১/১২/২৪ ইং তারিখ মঙ্গলবার সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে তার বোনের বাড়ি থেকে যাদুরহাট বাজারে আসলে সাংবাদিক জাহিদ হাসান লাবুকে রাজ্জাক মেম্বারের বাড়ির সামনে ১৫/২০ জন এসে তাকে আটক করে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে, গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টা করে এবং রড সিমেন্ট খোয়া কেনার জন্য পকেটে রক্ষিত (২,২০,০০০ দুই লক্ষ বিশ হাজার) টাকা ছিনতাই করে।

পরে রাজ্জাক মেম্বার সহ এলাকার কয়েকজন মিলে সাংবাদিক জাহিদ হাসান লাবুকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং ৩১/১২/২৪ ইং তারিখ হতে ০২/০১/২৫ ইং তারিখ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় থাকে।

এঘটনায় সুষ্ঠ বিচারের দাবিতে ০৭/০১/২৫ ইং তারিখ সাংবাদিক জাহিদ হাসান লাবু বাদী হয়ে নীলফামারী সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (০৯ নয়) জনকে আসামি ও অজ্ঞাতনামা (৯/১০ নয় দশ) জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন