প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিশ্বের ১৪টি উচ্চতম পর্বত জয় করে ইতিহাস গড়লেন আদ্রিয়ানা ব্রাউনলি

ইউ বি টিভি ডেস্ক

২০ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করা আদ্রিয়ানা ব্রাউনলি সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পাহাড় জয় করে ইতিহাস গড়েছেন। বিশ্বের ৬৪তম ব্যক্তি হিসেবে তিনি এই অনন্য মাইলফলক অর্জন করেছেন, এবং সবচেয়ে কম বয়সী নারী হিসেবে এই গৌরব অর্জন করায় তাকে নতুন প্রজন্মের পর্বতারোহীদের জন্য একটি অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২৩ বছর বয়সী লন্ডনের বাসিন্দা আদ্রিয়ানা বলেন, “আমি পর্বতারোহণকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি ত্যাগ করেছি। বন্ধুত্ব এবং স্বাভাবিক কিশোর জীবনের অনেক কিছু থেকে দূরে সরে গেছি, তবে আমি যা চেয়েছি তা অর্জন করেছি। আশা করি, আমি তরুণদেরকে দেখাতে পারবো যে, জীবনের নির্দিষ্ট কোনো পথ নেই, নিজের পছন্দের পথে হাঁটলেই যথেষ্ট।”
আদ্রিয়ানার সর্বশেষ পর্বতারোহণ ছিল তিব্বতের শিশাপাংমা, যা ৮,০২৭ মিটার উঁচু। ৯ অক্টোবর এই শীর্ষে আরোহণের দিনটি ছিল আদ্রিয়ানার জীবনের এক অবিশ্বাস্য মুহূর্ত।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন