সম্প্রতি দুবাইতে কোনো এক প্রিয়জনের হাত ধরে ঘুরতে দেখা গেছে ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জাকে। তবে সেই প্রিয় মানুষ আর কেউ নয়, সানিয়ার পুত্র ইজহান। দুবাইয়ের এক শপিং মলে ছেলের সঙ্গে সানিয়া’র কাটানো সময়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার বোন অনম মির্জা। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
জানা গেছে, পরিবারের সঙ্গে বর্তমানে দুবাই অবস্থান করছেন সানিয়া। সেখানে তার কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন তিনি। ওই রকমই একটি ভিডিও দেখা গিয়েছে, দুবাইয়ের একটি শপিং মলে পুত্র ইজহানের হাত ধরে হাঁটছেন সানিয়া। তাদের সঙ্গে রয়েছেন বোন অনম এবং তার কন্যা। সানিয়া’র এক হাতে পুত্রের হাত ধরা। অন্য হাত দিয়ে বোনের হাত ধরে রেখেছেন। নেপথ্যে বলিউড গান ‘তু হ্যায় তো’ বাজছে। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিও ছাড়াও পুত্রের ফুটবল খেলার একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানিয়া। আর তার দুবাইয়ের ছবি – ভিডিওগুলো পুরোই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে সাবেক পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয়েছিল সানিয়া মির্জা’র। তবে তাদের মধ্যে বিচ্ছেদও হয়ে গিয়েছে। তারপর থেকেই নতুন করে চর্চায় রয়েছেন সানিয়া। সেই আবহে গুজব ছড়িয়েছিল, দ্বিতীয় বিয়ে করতে পারেন সানিয়া। তবে এটা গুজবের স্তরেই রয়ে গিয়েছে। বিষয়টিকে পাত্তা দেননি সানিয়া নিজেও।