প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

পটিয়ায় যাত্রিবাহী বাস-হাইছ মুখোমুখি সংঘর্ষ

মোঃ বেলাল হোসেন

চট্টগ্রাম জেলার পটিয়ার মহাসড়কে যাত্রিবাহী বাস-হাইছের মুখোমুখি সংঘর্ষে বাস ও হাইছের ৪ যাত্রী আহত হয়েছে।

আজ মঙ্গলবার ১৫ অক্টোবর সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা রোডে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরী থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি হাইছের সাথে বিপরীতমুখী যাত্রীবাহি অপর এক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও হাইছের ৪ যাত্রী আহত হয়েছে।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ আনিছ জানান, দুর্ঘটনায় বাস ও হাইছের ৪ যাত্রী আহত হয়। তবে আহতরা গুরুতর নয়।

পরে বাস ও হাইছের চালকদের সাথে কথা বার্তার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন