ইসরায়েলে উত্তরে বেনইয়ামিনা এলাকায় একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে খবর।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোমবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হাইফার দক্ষিণে প্রায় ২০ মাইল ( ৩৩ কিলোমিটার) দূরে ওই ইসরায়েলি সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ সেনার অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৬১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা বেশি গুরুতর। আহতদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার দিয়ে আটটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের তেল হাশোমার, হাইফা, আফুলা এবং নেতানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এমডিএ আরও জানিয়েছে, আহতদের মধ্যে নয়জনের অবস্থা বেশ গুরুতর, ১৮ জনের অবস্থা মাঝারি, ৩১ জনের আঘাত গুরুতর নয়।
এদিকে হামলার পরপরই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ।