প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সেনা-র‌্যাব পোশাকে ডাকাতি

ইউ বি টিভি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য এবং বাকি তিনজন সাধারণ মানুষ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস রোববার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান মুনীম ফেরদৌস।

তিনি বলেন, ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত আছে কিনা এমন প্রশ্নে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, যাচাই বাছাই চলছে। বাহিনীর কেউ জড়িত থাকলে অবশ্যই গ্রেফতার করা হবে। অভিযান অব্যাহত আছে। জড়িত সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

গত শুক্রবার মধ্যরাতে বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ।

একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন