প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বলিউডে আসছেন শ্রীলীলা

ইউ বি টিভি ডেস্ক

সুন্দরী গ্ল্যামার গার্ল শ্রীলীলাকে বলা ভারতের দক্ষিণী চলচ্চিত্রের রাজকুমারী। নিজের সহজাত মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে অভিনয় ক্যারিয়ার শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে দক্ষিণী এই তারকা প্রমাণ করেছেন – তিনি চলচ্চিত্র শিল্পকে জয় করতে এসেছেন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, অস্ত্র অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। ২০২৪ সালের ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত ‘গুটুর কারাম’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন।
জানা গেছে, তার অভিনীত পরের চলচ্চিত্র ‘উস্তাদ জগৎ সিং’। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে পবন কল্যাণকে। এবার শ্রীলীলা’র বলিউডে অভিষেক হতে যাচ্ছে। শ্রীলীলা একজন নৃত্যশিল্পী, এটা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তার অনুরাগীরা মনে করছেন।
২০০১ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন শ্রীলীলা। তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিস’ এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এখন পর্যন্ত তিনি যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে ‘পেলু সান্দাদি’, ‘ধামাকা’, ‘ভগবন্ত কেশরী, ‘এক্সট্রা অর্ডিনারি ম্যান’ ইত্যাদি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন