প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

জুনিয়র ডাক্তাররা সুবিচারের আশায় ও ন্যায্য দাবীতে আমরন অনশনে

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

৬ ই অক্টোবর রবিবার, জুনিয়র ডাক্তাররা দুইদিন অর্থাৎ আঠার ঘন্টা অনশনে, কিন্তু তখনো সরকারের তরফ থেকে কোনরকম সুযোগ-সুবিধার বার্তা, এবং দাবি গুলোর বিষয়ে কোনো বার্তা না আসায় আমরন অনশনের পথ নিলেন আজ থেকে।

আজ অভয়ার মূর্তি কে সামনে রেখে ছয়জন মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার অনশনে, আর তারা জানিয়ে দিয়েছেন যতদিন না দোষীদের বিচার হবে সাজা হবে, আমাদের দশ দফা দাবি পূরণ হবে , আমরা এই মঞ্চ ছাড়বো না, অনশন‌ চালিয়ে যাবো,‌ নির্লজ্জ সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল সহ অন্যান্য দোষীদের সাজা চাই,‌ শুধু তাই না পুনরায় জয়নাগরের ছোট্ট শিশুকে যারা মেরেছে তাদেও‌ সাজা চায় । পুনরায় একের পর এক ঘটনা ঘটে চলেছে, অথচ দোষীদের বিচার না করে , পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী পুজো নিয়ে মেতেছেন, লজ্জা হওয়া উচিত, বাংলার সবার মাথা হেঁট করে, দোষীদের আড়াল করে, প্রমোশন দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। তা আমরা হতে দেব না।

আমাদের পুজো হবে এই ধর্ণা মঞ্চে, অভয়ার দোষীদের বিচার চেয়ে, সারা হসপিটালে আর অরাজকতা চালাতে দেব না, সিন্ডিকেট চালাতে দেব না।

তারা চোর কুনাল সহ সান্তনু সেন সহ , পুলিশ প্রশাসনের আধিকারিকদের ধিক্কার ও হুঁশিয়ারি দিলেন, অবিলম্বে লম্বে‌ হসপিটালে ভেতর থেকে সিন্ডিকেট দুর করো, আর পুলিশ প্রশাসনের আধিকারিকদের বললেন, একটা শিরদাঁড়া উপহার দিয়েছি, আর শিরদাঁড়া বিক্রি হতে দেব না ।

 

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন