প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

আর জি করের ঘটনার প্রতিবাদে পথে নামলেন নৃত্য কলাঙ্গম ও ছাত্র ছাত্রীরা

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

৬ ই অক্টোবর রবিবার, ঠিক বিকেল তিনটায়, কলেজ স্কোয়ার বই পাড়ায়, নৃত্য কলাঙ্গম, তাহার সকল ড্যান্স এর ছাত্র ছাত্রী সহ অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ করলেন, প্রতিবাদী ড্যান্স এর মধ্য দিয়ে,‌‌ নৃত্য কলাঙ্গম এর ড্যান্স শিক্ষীকা জলসা চন্দ বলেন, যেভাবে একজন মহিলা ডাক্তারকে নিসংস ভাবে খুন করেছে, অথচ প্রশাসন নির্বিকার এর ভুমিকা পালন করছেন, দশীদের শাস্তি না দিয়ে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন, এটা আমাদের কাছে লজ্জাকর । আঙুল তুলে দেখিয়ে দিয়েছে ন্যায্য বিচার দেশে নাই, তাই ছাপ্পান্ন দিন অতিবাহিত হয়ে , কোনো রকম বিচার পেল‌না আমাদের বা বোন।

সরকার ন্যায্য বিচার না করে‌, পূজো নিয়ে মেতেছেন, সারা বিশ্বের মানুষ দোষীদের বিচার চাইছে, জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনশন চালিয়ে যাচ্ছে, তাই আজ আমরা সকল ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে পথে নামতে বাধ্য হয়েছি, ছোট ছোট নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীরাও পথে নেমেছে, উই ওয়ান্ট জাস্টিস চাইতে।

 

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন