প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

আট দিনে আয় ৪৬৩ কোটি টাকা!

ইউ বি টিভি ডেস্ক

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার জুনিয়র এনটিআর। আবার আলোচনায় এসেছেন নতুন ছবি দিয়ে। ছবিটির নাম ‘দেবারা’। এটি তাকে নিয়ে দীর্ঘ আট বছর পর নির্মাণ করেছেন পরিচালক কোরাতলা শিবা। এই ছবিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন প্রয়াত বলিউড সুপারস্টার শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। গেলো ২৭ সেপ্টেম্বর বিশ্বের ৭ হাজার ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেবারা’।
মুক্তির আগে থেকেই ঢের আলোচনায় ছিল এনটিআর ও জাহ্নবী জুটির প্রথম অভিনীত এই এই ছবিটি। মুক্তির পর বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে। যদিও বক্স অফিসে আয়ের গ্রাফ ওঠানামা করছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘দেবারা’ মুক্তির পর আট দিনে শুধু ভারতে আয় করেছে ২৫৫.১৫ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ৬৯.১ কোটি রুপি।বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩২৪.২৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪৬৩ কোটি টাকারও বেশি। এটি নির্মাণে মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন নির্মাতারা। ছবিটির ভিএফএক্সের জন্য অনেক ব্যয় হয়েছে।
ইতিপূর্বে জানা গিয়েছিল – ‘দেবারা’ ছবির ভিএফএক্স এর জন্য ১৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি টাকার বেশি) ব্যয় করা হবে। বিশাল বাজেটের ৩৩ শতাংশ এ বাবদ ব্যয় করছেন নির্মাতারা। ‘দেবারা’ নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি। মুক্তির আগেই এটি আয় করেছে ১৮৪ কোটি রুপি। ছবিটির মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো জাহ্নবী কাপুরের। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা সাইফ আলী খান।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন