প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

তানোর তালন্দ কমিউনিটি ক্লিনিকে হামলার ঘটনায় মামলা

সোহানুল হক পারভেজ রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ কমিউনিটি ক্লিনিকে হামলার ঘটনায় ৩ জনকে আসামী করা হলেও গ্রেফতার করছে না তানোর থানা পুলিশ। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রী সুমন কুমার এই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

গত ২৪ তারিখ মঙ্গলবার হাবোল, শফিকুল,সজলসহ তার সন্ত্রাসী বাহিনীরা ক্লিনিকে হামলা চালায় ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তালন্দ উপ স্বাস্থ্য কেন্দ্র অবরুদ্ধ করে রাখেন । পরে তার থালা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেন। এ ঘটনায় তালন্দ উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ সুমন কুমার পাল বাদী হয়ে তানোর থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার দিনেই পুলিশ রাতেই সজলকে আটক করেছেন, হাবোল ও শফিকুল ইসলাম দেদারসে ঘুরে বেড়ালেও আসামিকে গ্রেফতার করছে না তানোর থানা পুলিশ।

এই গ্রেফতারের প্রতিবাদে ৫ অক্টোবর শনিবার সকালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুমন কুমার পালের নেতৃত্বে এলাকার লোকজন একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এলাকাবাসীর পক্ষে জাকারিয়া বলেন, প্রকাশ্য আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে আটক না করলে এ মানববন্ধন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ সুমন কুমার পাল বলেন,হাবল ও সজল পালান তো কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকে এবং দেশীয় অস্ত্র নিয়ে মারধরের চেষ্টা করে, মদের বোতল দিয়ে মাথায় ঢেলে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে,বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন। অফিস সহকারি নার্গিস আপু তাদেরকে বাহিরে চলে যেতে বললে ওকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেন এবং শরীরের থাকার ওড়না টান দেন এবং জানে প্রাণে মেরে ফেলে দেবো বলে মদ দিয়ে আগুন ঢেলে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুমন কামার পাল তিনজন আজকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি বলেন একজন আসামী আটক হয়েছে আর দুইজন আসামি বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার থেকে পান্নাশের হুমকি দিচ্ছেন এ নিয়ে মানবতার জীবন যাপন পালন করছেন দালান তো কমিউনিটি সেন্টারের কর্মকর্তারা এ নিয়ে তারও থানার সুযোগ্য ওসি মিজানুর রহমানের সুদৃষ্টি কামনা করেছেন ডাক্তার সুমন কুমার পাল।

এ বিষয়ে তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামিদেরকে গ্রেফতারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন