প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে দূর্গাপূজার মেদিনীপুর শহরের গাইডম্যাপ এর শুভসূচনা

শম্পা দাস ও সমরেশ রায়

আজ ৫ই অক্টোবর শনিবার, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে মেদিনীপুর বাসীদের জন্য আসন্ন দূর্গা পূজার গাইড ম্যাপ এর শুভসূচনা করলেন,‌ জেলা পুলিশ সুপার দপ্তর প্রাঙ্গনে।

যাহাতে গ্ৰামবাসীরা এই ম্যাপ দেখে অতি সহজে মন্ডপ গুলিন পরিদর্শন করতে পারেন, তাই পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমা তে এই গাইড ম্যাপ প্রকাশিত হলো, এছাড়াও পুজোর সময় যদি কোন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে, মেদিনীপুর, খড়গোপুর, ঘাটাল মহকুমাতে পুজোর দিনগুলোতে থাকছে গ্রীন করিডোর বা গ্রিন চ্যানেল, এই গ্রিন চ্যানেলের মাধ্যমে তাদের বের করে আনা হবে। তার জন্য জেলা পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে কন্ট্রোল রুমসহ বেশ কিছু নম্বর।

এছাড়াও ১১২ নম্বরে ফোন করে নির্দিষ্ট তথ্য জানালে, সেই অসুস্থ মানুষকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করবে পুলিশ। এদিন সবশেষে মেদিনীপুর জেলা বাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ট্রাফিক আইন মেনে এবং আইনশৃঙ্খলা বজায় রেখে পূজো উপভোগ করার আবেদন জানান জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন