চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে গোমস্তাপুর উপজেলার একমাত্র শহীদ তারেকের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখা আয়োজনে। শনিবার(০৫ অক্টোবর) বিকাল ৪ টা ৩০ মিনিটে উপজেলার চৌডালা ইউনিয়নে ইসলামপুর গোরস্থানে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে তারেকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিএনপি নেতা কর্মীরা।
পরে রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকির পরিচালনায় ও চৌডালা ইউনিয়নের বিএনপি নেতা মোস্তফার সভাপতিত্বে শোকসভায় আয়োজন করেন এতে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন,উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান সোহরাব রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন,যুবনেতা, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, পিয়ারুল,মাহবুব, তারিফ প্রমূখসহ উপজেলা বিএনপির ও রহনপুর পৌর বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন এবং তারেকের বাবা হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন উপস্থিত বিএনপির নেতারা।