প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে

ইউ বি টিভি ডেস্ক

হিজবুল্লাহ শনিবার ভোরের দিকে বলেছে, তারা লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে চলমান সংঘর্ষে নতুন করে ইসরায়েলি সৈন্যদের পিছু হটতে বাধ্য করেছে।

বৈরুত থেকে এএফপি জানায়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের শত্রু সৈন্যদের আদায়েসেহ পৌর এলাকার আশেপাশে অগ্রসর হওয়ার একটি নতুন প্রচেষ্টা প্রতিহত করে, সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর আগে গ্রুপটি একটি বিবৃতিতে জানিয়েছিল, তাদের যোদ্ধারা ইসরায়েলিদের সৈন্যদের একই এলাকায় “পিছু হটতে” বাধ্য করে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন