
টিফিন ভাতাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের জিরানীতে আইরিশ ফ্যাশন কারখানা শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে।
হাজিরা বোনাস, টিফিন ভাতাসহ বিভিন্ন দাবিতে সকালে গাজীপুরের জিরানীতে আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়।
পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল ১০ টার দিকে জিরানীতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে দুর্ভোগে পড়েছে চলাচলকারীরা।
খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।