প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

যারা প্রতিমা তৈরি করে তাদের গ্রামেই হয়না দুর্গাপুজো

সমরেশ রায় ও শম্পা দাস

অক্টোবর বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুলসাড়া গ্রাম এলাকায়, প্রতিমা শিল্পীরা ঠাকুর গড়লেও তাদের গ্রামে পুজো হয় না, আক্ষেপ শিল্পীদের।

মহালয়ার পূর্ণ তিথিতে অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবিপক্ষের সূচনা হয়েছে ইতিমধ্যে, দিকে দিকে পূজোর আনন্দ । তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও, গ্রামে নেই কোন পূজোর আয়োজন,

দুর্গা পুজোর রেস কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন, তাই পুজো এলেই মন খারাপ শিল্পীদের, অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুল সারা গ্রাম, গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করছে সকাল থেকে শুরু করে ভোররাত পর্যন্ত তবে দিনরাত পরিশ্রম করে কাজ করলেও হয়তো টাকা রোজগার হয় ঠিক কিন্তু মানসিকভাবে কোথাও একটা তাদের কাছে বিষাদের সুর।

গ্রামের মৃত শিল্পীরাও চাই, অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামে হোক দুর্গাপুজো, আনন্দ উৎসব মেতে উঠুক গ্রামের সব মানুষজন থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও। তাই সবাই পূজোতে আনন্দ করলেও গ্ৰামের মানুষের অন্ধকারেই দিন‌ কাটান, জলেনা গ্ৰামে রঙিন আলো।

 

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন