কুমিল্লার চান্দিনা পৌরসভা ৬ নং ওয়ার্ড রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া।
বহুদিন যাবত ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুৎ আরোগ্য কামনা করে সোমবার বিকেলে রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিল-দোয়া আয়োজন করা হয় , পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতের অধিক নেতাকর্মী নারী ও সমর্থক উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মোশাররফ হোসেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চান্দিনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনমিনা পৌরসভার স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো: ফারুক খান , স্বেচ্ছাসেবক দল উত্তর জেলা যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম সরকার , পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইকরামু জামান শান্ত , ৬ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দল ৬ নং ওয়ার্ড সভাপতি খোকন ভূঁইয়া, ৬ নং যুগ্ন আহবায়ক গ্রীস প্রবাসী মাসুদ, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মোস্তফা, পৌর স্বেচ্ছাসেবক দল পৌর নেতা আবুল কালাম মানিক , পৌর শ্রমিক দলের সদস্য সচিব রাসেল গাজী , পৌর শ্রমিকদল ৬ নং ওয়ার্ড পেয়ারু জ্জামান ভূইয়া, উপস্থিত ছিলেন পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আ: রাজ্জাক ভূঁইয়া , উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদা হক শিল্পী, কেরনখাল ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আবুল হোসেন চৌধুরী ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সকল ওয়ার্ডের সভাপতিগণ উপস্থিত ছিলেন । এ সময় নেতৃবৃন্দ বলেন—“আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি