রাজশাহীর বাঘা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সেরাজুল হক। বাঘা উপজেলার নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা নিজ দপ্তরে ফুল দিয়ে স্বাগতম জানালেন।
সিরাজগঞ্জের জেলার সন্তান তিনি ৩২তম আউট সাইড ক্যাডেট পুলিশে নিয়োগ পান। ২০১৮ সালে ইন্সপেক্টর পদোন্নতি হন।পাবনা জেলা পুলিশে কর্মজীবন শুরু করেন।দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—ওসি, গাবতলী মডেল থানা (বগুড়া),পাবনা,নওগাঁ,গাইবান্ধা থানায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
অবশেষে রোববার(৭ডিসেম্বর২৫) তিনি রাজশাহীর বাঘা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের পর নবাগত ওসি মোঃ সেরাজুল হক বলেন “বাঘা কে আইনশৃঙ্খলার দিক থেকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চাই। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বাঘা থানাধীন ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের সকলের পরামর্শ ও তথ্য দিয়ে সহযোগিতা চাই। সেই সঙ্গে বাঘা উপজেলার নির্বাহী অফিসার শাম্মী আক্তার ম্যাম,সহকারী কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাক্তার আসাদুজ্জামান আসাদ,কৃষি কর্মকর্তা সহ বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল,এসআই নাসির উদ্দিন তুহিন, এসআই আবুল কালাম,এসআই এনামুলসহ আমার নতুন অফিসারগণ ও স্টাফ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য।

মোঃ আবু সাঈদ, বাঘা (রাজশাহী) প্রতিবেদক