কুড়িগ্রামের রাজারহাটে নবযোগদানকৃত মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ এর সাথে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর (সোমবার) সকালে রাজারহাট উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান এর সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলার নবযযোগদানকৃত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সংস্কার ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে আস্বস্ত করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলার জুলাই আন্দোলনে একমাত্র শহীদ রাজিবের মা-বাবা, নব্য নিযুক্ত রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা পঃ পঃ কর্মকর্তা গোলাম রসূল রাখী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমূখ।
উল্লেখ্য, নবযোগদানকৃত ডিসির সাথে মতবিনিময়ের দিনে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদের যোগদানকৃত পরিচয় পর্ব অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ