প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

ফুলগাজীতে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

ফুলগাজীতে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে স্থানীয় জনগণ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নেন।

উক্ত ক্যাম্পিং পরিচালনা করেন ফুলগাজী সদর ইউনিট ও আনন্দপুর ইউনিটের স্বেচ্ছাসেবীরা। দিনের শুরুতেই মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা শুরু হয়। এ ছাড়া উপস্থিত সবাইকে নিয়মিত রক্তদানের গুরুত্ব, স্বাস্থ্যকর জীবনযাপন এবং জরুরি অবস্থায় রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীরা উদ্যোগটিকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কার্যক্রমের আহ্বান জানান। আয়োজকরা জানান, তারা নিয়মিত এই ধরনের সচেতনতা মূলক ক্যাম্পিং আয়োজন করে যাবেন, যাতে মানুষ রক্তদানে উৎসাহিত হয় এবং স্বেচ্ছাসেবীদের ভূমিকা আরও শক্তিশালী হয়।

রক্তদানে এগিয়ে আসার আহ্বান:

আলোকিত ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবীরা বলেন, “একজন রক্তদাতা অন্য কারো জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল মানুষকে নিয়মিত রক্তদানে অংশ নিতে হবে।”

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন