প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ধামইরহাট সীমান্তে ০১ জন চোরাকারবারীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: মোঃ নুরুল ইসলাম

নওগাঁর ধামইরহাট পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ১ জন চোরাকারবারিে আটক করেছে।
০৩ ডিসেম্বর ১৯৪০ ঘটিকায় চকচন্ডি বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৬-এস হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফার্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২১ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন চোরাকারবারী মোঃ রাজু মিয়া(২৯), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-পাটারিপাড়া, পোস্ট-ফার্সিপাড়া, থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৪,২০০/-টাকা।

০৩ ডিসেম্বর ২১০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খাঁন এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬২ এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রসুলবিল গ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। যাহার সিজার মূল্য-২,৪১,১০০/-টাকা। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন