র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ২২ নভেম্বর ২০২৫ তারিখ রাত্রী-১৯.০৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। ইসমাইল হোসেন সবুজ (২৯), পিতা- মোঃ মতিউর রহমান, মাতা- বেবী বেগম, সাং-দাশপুকুর (পূর্ব পাড়া), ২। মোঃ অন্ত (৩১), পিতা-মৃত আঃ মজিদ, মাতা- মৃত জবেদা, সাং লক্ষিপুর আইডি কোয়ার্টার, ৩। মোঃ শাহজাহান (৩০), পিতা- মৃত গোলাম মোস্তফা, মাতা- মোছাঃ নুরজাহান, সাং আইডি লক্ষিপুর বাগানপাড়া, রেললাইন বস্তি, সর্ব থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর, ৪। মোঃ আরাফাত (১৯), পিতা- মৃতঃ আবু তাহের, মাতা- মৃতঃ বানেসা বেগম, সাং-বোলাবোনা, থানা-দামকুড়া, রাজশাহী মহানগর ৫। মোঃ ফিরোজ ইসলাম (২৬), পিতা- মোঃ নুরুজ্জামান, মাতা-মোছাঃ বানু, সাং- পূর্ব মোল্লাপাড়া (আশা অফিস) ভিকোর পাঠাল, থানা- পবা, জেলা- রাজশাহী, ৬। মোঃ লিটন (৩০), পিতা- ফুল মোহাম্মদ, মাতা- মোছাঃ তাহেরা বিবি, সাং-চক চোয়ার, থানা- মান্দা, জেলা- নওগাঁ, বর্তমানে-তেরখাদিয়া পশ্চিম পাড়া (পরাগ মিয়ার ভাড়াটিয়া), থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর এবং ৭। পলাতক আসামী মোছাঃ পিংকি বেগম, পিতা- মৃতঃ সাজ্জাদ আলী, মাতা- হাসনা হেনা সাং-আইডি লক্ষিপুর (বাগানপাড়া), থানা-রাজপাড়া, রাজশাহী মহানগরদেরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত গাঁজা -০১ কেজি ৯৯০ গ্রাম, ইয়াবা-১১ পিস, ট্যাপেন্টডল ট্যাবলেট-০৫ পিস মোবাইল ০৩ টি, সীম ০৩ টি, নগদ ১৫৯৪০/-টাকা উদ্ধার করে।
স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানী জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর নামক এলাকায় বর্তমানে ব্যাপক হারে মাদকের কেনা বেচা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত স্থানটি নিবিড় ভাবে পর্যবেক্ষনে রাখে এবং অদ্য তারিখ রাতে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
ধৃত আসামিগণ এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বুচরা ও পাইকারী ভাবে বিক্রি করে আসছিল। তাছাড়া ধৃত আসামিগন নিজেরাও বিভিন্ন ধরণের মাদক সেবন করে। উক্ত আসামিগনদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার উজ্জ্বল বাংলাদেশ টিভি