প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ওজুহাত

এ এস এম সাদেকুল ইসলাম

আমাদের দেশে জিনিসপত্রের দাম বেশি। অথচ গুণীরা অচল।
পুরুষদের সংযতবোধ ও লজ্জাশীলতা হ্রাস পাচ্ছে আর
নারীরাও অশালীন বেহায়াপনায় মত্ত।

আজকাল বাজারগুলো পরিপূর্ণ অথচ মসজিদগুলো ফাঁকা।
সমাজে- রাষ্ট্রের অযোগ্য ও অনৈতিক মানুষের হুকুম, আইন বিধান কার্যকর হচ্ছে, অথচ বিশ্ব ভূমন্ডলের রাজত্বের যিনি মালিক তাঁর হুকুমগুলো অকার্যকর।

দেশের চোর বাটপারেরা পদকপ্রাপ্ত, অথচ সত্যের পথে বীরেরা লাঞ্ছিত বঞ্চিত ও কারারুদ্ধ।
দেশে বিবাহ শাদী অসাধ্য, অথচ অবাধ চলছে জেনা ব্যাবিচার, লাইসেন্সপ্রাপ্ত আছে বেশ্যালয়।

সৃষ্টিগত ও জাতীগত নারীরা দূর্বল হলেও পুরুষের উপর নারীরা ক্ষমতাবান।
আল্লাহর জমিন দখলকৃত অথচ গরীবেরা প্রখর রোদ ও অতিবৃষ্টিতেও ছাতা পায় না।

আমরা এমন এক সময়ে হাজির হয়েছি- সৎকাজ গুলো ছেঁড়া ব্যাগে জমা করি।
আমরা অযু করি,সুন্দরভাবেই অযু করি অথচ পানি অপচয় করে থাকি।
আমরা দান করি অতঃপর জাহের করতে তাদের ছবি ও ভিডিও করে নেটে ছেড়ে দেই। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি অথচ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি না।

আমরা রোজা পালন করে ক্ষুধায় সবর করি -অথচ গালিগালাজ করে থাকি, হারাম টাকায় ইফতার করি।
আমাদের মনে রাখতে হবে, আল্লাহর কাছে জমা রাখাই লাভ। আমরা সৎকাজ জমা দিয়েও নোংরামি ও অসৎ কর্ম দিয়ে কেটে ফেলি।

আমরা হজ্বে যেতে পারি না, অনেক টাকা খরচ লাগবে বলে -অথচ রিফ্রেশ হওয়ার জন্য বিদেশে ভ্রমন করি।
অনেকে কুরবানী দিতে পারি না,
খরচ লাগবে বলে অথচ লেটেস্ট মডেলের দামী মোবাইল কিনি।
আল্লাহর জিনিসের মূল্য বেশি মনে হয়!! – অথচ আল্লাহর কাছে জমা রাখলেই তার মূল্য অনেক বেশি হবে।

আমরা পবিত্র কুরআনের দশটি আয়াত পড়তে পারি না – সময়ের ওজুহাতে, অথচ দৈনিক শতশত ঘটনা পড়ি,গল্প উপন্যাস পড়ি।
আমরা সময়ের ওজুহাতে নামাজ পড়তে পারি না -অথচ দিনে রাতে দুনিয়ার কতো রকম অনুষ্ঠানে, কতো জলসায় উপস্থিত হয়ে সময় ব্যয় করে থাকি। ফেসবুক ইন্টারনেটেেও কতো সময় ব্যয় করে থাকি। অথচ আল্লাহর জন্য সময় করতে পারছি না। নিশ্চয়ই আমরা গাফেল ও বেপরোয়া, আর গাফেলরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
হে মানুষেরা আল্লাহর জন্য সময় ব্যয় করাই সবচেয়ে মূল্যবান। সবচেয়ে দামী।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন