প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

দিঘলিয়ায় বিদ্যুৎ লাইনের বেহাল অবস্থা

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় ঝোপঝাড়, গাছপালার ডাল ও বাঁশ পড়ে বিদ্যুৎ লাইনের বেহাল ও অচল অবস্থা সৃষ্টি হয়েছে। কতৃপক্ষ সদর রাস্তায় মাঝে মধ্যে বিদ্যুৎ লাইনের ওপরে পড়া ডালপালা কাটা হলেও গ্রামের ভেতরের লাইনগুলোর বেহাল অবস্থা। বিদ্যুৎ লাইনের তারগুলোতে ঝোপঝাড়ে ভরপুর। কোনো কোনো বাড়ির সবজি গাছও লাইনে দেখা যায়। গাছের ডালপালা ও বাঁশের কথাতো বলাই বাহুল্য। গাছের ডালপালা, লতাপাতা ও বাঁশ বিদ্যুতের লাইনের তারের ওপর এমনভাবে বিক্ষিপ্তভাবে বছরের পর বছর ধরে পড়ে রয়েছে যে বিদ্যুৎ লাইন বুঝার উপায় নেই। সেমহাটি, ফরমাইশখানা, দেয়াড়া, দিঘলিয়া, চন্দনীমহল, নন্দনপ্রতাপ, গাজীরহাট, লাখোহাটিসহ দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার বিভিন্ন গ্রামে এ দৃশ্য বিদ্যমান। পাশাপাশি রয়েছে ডিশ ও ওয়াইফাই লাইনের তারের ছড়াছড়ি। একটুখানি ঝড়বৃষ্টি হলেই বাধ্য হয়েই বিদ্যুতের সাব স্টেশনগুলো বিদ্যুৎ সরবরাহ বন্দ করে দেওয়া ছাড়া আর কোনো গত্যান্তর থাকে না। অনেক সময় দুই/তিন দিন বিদ্যুৎবিহীন দিন কাটাতে হয় গ্রাহকদের। পাশাপাশি লাইন মেরামত করাতে মোটা অংকের টাকা গুনতে হয় গ্রাহকদের। কারণ ঝড়বৃষ্টির সময় বিদ্যুৎ লাইনের ওপরে পড়া বাঁশ, গাছের ডালপালাতে চাপে লাইনের তার ছিড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা বিদ্যুৎ দপ্তরের জনৈক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন থেকে সুরক্ষা দিতে প্রতিবছর বিদ্যুৎ লাইন থেকে গাছপালা ও লতাপাতা কাটা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হব

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন